টিপুর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে তার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অ্যাডভোকেট টিপু শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনও করেন।
তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”





































