০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ৫ জানুয়ারি ২০২৬

এটিএম কামালের মায়ের মৃত্যুতে খোরশেদের শোক

এটিএম কামালের মায়ের মৃত্যুতে খোরশেদের শোক

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোকবার্তায় খোরশেদ বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে এটিএম কামাল ভাই ও আমি একসঙ্গে বহু রাজনৈতিক হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছি। সেই সূত্রে তার পরিবারের সঙ্গে আমার একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। তার মা ছিলেন একজন স্নেহশীলা ও ধর্মভীরু নারী।”

তিনি আরও বলেন, “তার ইন্তেকালের খবরে আমি গভীরভাবে মর্মাহত।”

শোকবার্তায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসভবনে শাহানা খানম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়