০৭ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৯, ৫ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ের নেতাকর্মীদের সঙ্গে গোলাম মসীহ’র সাক্ষাৎ

সোনারগাঁয়ের নেতাকর্মীদের সঙ্গে গোলাম মসীহ’র সাক্ষাৎ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী গোলাম মসীহ্ সোনারগাঁ উপজেলার বারদী, বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) সাক্ষাৎকালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতিতে পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসিহ্ বলেন, “আমি নির্বাচিত হলে চরমোনাই পীর সাহেবের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সুখে-দুঃখে পাশে থাকবো। মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর নারায়ণগঞ্জ-৩ আসন গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ।”

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সোনারগাঁ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারক আহমাদ মুন্সী, যুগ্ম আহ্বায়ক মরহুম পীর সাহেবের সফরসঙ্গী মাওলানা সানাউল্লা নূরী, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী, যুগ্ম সমন্বয়কারী মুহাম্মদ ইয়াসিন, অর্থ সমন্বয়কারী মুহাম্মদ শহিদুল ইসলাম, সহ-প্রচার সমন্বয়কারী হাফেজ সাইফুল ইসলামসহ বারদী, বৈদ্যের বাজার ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়