এটিএম কামালের মায়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা বিশিষ্ট নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এক শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসভবনে শাহানা খানম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসাধীন ছিলেন।
শাহানা খানম চৌধুরী সমাজসেবা ও রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বিএনপির শুরুর দিকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগো দল থেকে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক এবং মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সামাজিক কর্মকা-ে তার সক্রিয় অংশগ্রহণ নারায়ণগঞ্জে বিশেষভাবে পরিচিত ছিল। মিশনপাড়া পঞ্চায়েতের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন।





































