খেজুর গাছেই ধানের শীষ খুঁজে নিতে বললেন কাসেমী
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, “আমি বিএনপির প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে ধানের শীষ ও খেজুর গাছ একাকার। খেজুর গাছের মধ্যেই ধানের শীষ খুঁজে নিতে হবে।”
বুধবার বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে কাসেমী বলেন, “আপনারা ও আমি একই আদর্শের সৈনিক। আমি ইসলামের আদর্শে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী। বিএনপিও একই ধারায় বিশ্বাসী বলে আলেম-ওলামারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। আমরা বিএনপির সঙ্গে একাকার হয়ে আছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি এখানে এসেছি। আগামী ১২ তারিখ খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এতে কোনো দ্বিধার সুযোগ নেই।”
নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রসঙ্গে কাসেমী বলেন, “আজকের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। বিষয়টি আমি কেন্দ্রে আলোচনা করবো।”
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ২০১৮ সালের নির্বাচনে তিনি জোটের প্রার্থী হিসেবে নানা ভয়ভীতি উপেক্ষা করে মাঠে ছিলেন। এবারও তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, “মুফতি মনির হোসেন কাসেমী মানেই ধানের শীষ, মানেই খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থী।” দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা বলা ভুল হবে। মনির হোসেন কাসেমীকে ছোট খেলোয়াড় ভাবার সুযোগ নেই। প্রতীক নিয়ে বিভ্রান্ত হওয়ার সময় নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি সুমন আকবর, ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও সদস্য সচিব সালাউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাতি দলের সভাপতি ইউনুস মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





































