জাসাসের নেতাকর্মীরা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত নয়: সানি
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, জাসাসের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেন এবং তারা কখনোই চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন।
তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার পতনে জাসাসের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাসাসের নেতাকর্মীরা সমাজ ও সংস্কৃতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার আওতাধীন বন্দর থানার ১৯ ও ২৭ নম্বর ওয়ার্ড জাসাসের কমিটি গঠনের লক্ষ্যে শহরের উকিলপাড়া এলাকায় জেলা ও মহানগর জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম সানি আরও বলেন, “গত ১৭ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি, জাসাসসহ জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন, জেল-জুলুম ও গুম চালিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে মানুষ দীর্ঘদিন ভয়ে প্রতিবাদ করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি রেখে তাঁর অসুস্থতার সময়েও উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা জাসাসের সভাপতি মো. আব্দুর রউফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মমিন।





































