ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’র মুখোমুখি সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল প্রাঙ্গণে ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে মাওলানা মইনুদ্দিন আহমাদ বিগত সময়ে রাজনৈতিক সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “বিগত দিনে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারিনি, আজ সেই সুযোগ তৈরি হয়েছে।”
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি, যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে এবং উন্নয়ন হবে সুষম।”
তিনি নারায়ণগঞ্জের জন্য নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনা তুলে ধরে প্রতিশ্রুতি দেন। যার মধ্যে বিশেষ করে আধুনিক ব্রিজ নির্মাণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নিরাপদ শহর গড়ে তোলা অন্যতম।
তিনি মরহুম শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সাক্ষাৎকার চলাকালে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, মাওলানা ওমর ফারুকসহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।





































