০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ৮ ডিসেম্বর ২০২৫

বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস মাসুদুজ্জামানের

বিএনপি সরকার গঠন করলে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জের বন্দরে দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট সমাধানের অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় থেকেও আপনারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যারা টাকা-পয়সা দিয়েছেন—জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আর কোনো টাকা লাগবে না, আপনারা গ্যাস পাবেন।”

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মুছাপুর ইউনিয়ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “যারা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে—তারা দিক বা না দিক, আমরা আপনাদের পাশে আছি এবং গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছি।”

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান তিনি। বলেন, “আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা যে ধর্মেরই হন—উনার জন্য দোয়া চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের সেবা করতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তিনি যেন সব বাধা পেরিয়ে মায়ের কাছে ফিরতে পারেন—এই দোয়া কামনা করছি।”

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ

জনপ্রিয়