সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় এ মাহফিলে বিভিন্ন মাদ্রাসার আলেম, ওলামা ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ইমাম হোসেন বাদল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী এবং দেশের অমূল্য সম্পদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে চলেছেন। বর্তমানে দেশনেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাই দেশবাসীকে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি, যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের জন্য কাজ করতে এবং বিএনপির সরকারের মাধ্যমে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন।”





































