ফতুল্লায় মুফতি ইসমাঈল সিরাজীর ‘মার্চ ফর হাতপাখা’
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘মার্চ ফর হাতপাখা’ কর্মসূচি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকা থেকে শুরু হওয়া এ শোডাউনে অংশ নেয় তিন শতাধিক মোটরসাইকেল ও সাড়ে তিন শতাধিক গাড়ি। পুরো রুটজুড়ে নেতাকর্মী-সমর্থকদের স্লোগান, ব্যানার ও দলীয় প্রতীকে মুখর ছিল এলাকা।
শোডাউনটি কুতুবপুরের লামাপাড়ার পরে ফতুল্লা ও কাশিপুরসহ আসনের সাতটি ইউনিয়ন প্রদক্ষিণ করে বক্তাবলীতে গিয়ে শেষ হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় যুক্ত হয়ে পুরো এলাকার নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।
‘মার্চ ফর হাতপাখা’ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “দেশের রাজনীতিতে এখন বাস্তব পরিবর্তন জরুরি। স্বাধীনতার পর নেতৃত্ব বদলালেও নীতির পরিবর্তন হয়নি। উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলোর অনেকই কথার বাইরে যায়নি।”
তিনি বলেন, “মানুষ আজ সত্যিকার পরিবর্তন চায়। সুযোগ পেলে নারায়ণগঞ্জ-৪ আসনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি দূর করে কল্যাণমুখী উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে কাজ করব।”
এ শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।





































