০৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৭, ৫ ডিসেম্বর ২০২৫

৫৪ বছরে সর্বোচ্চ নির্যাতনের শিকার খালেদা জিয়া: মাসুদুজ্জামান

৫৪ বছরে সর্বোচ্চ নির্যাতনের শিকার খালেদা জিয়া: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সর্বোচ্চ নির্যাতনের শিকার বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশের মানুষের জন্য সারাজীবন কষ্ট করে গেছেন। স্বামী, সন্তান হারিয়েছেন এবং আরেকটি সন্তানের সেবা ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে বন্দরের মিরকুন্ডী স্কুল মাঠে বন্দর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। 

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ রোষানলে ছিলেন বেগম জিয়া। আজকে উনি এত অসুস্থ হওয়ার কথা ছিলো না। উনাকে স্বাভাবিক চিকিৎসা করতে দেওয়া হয় নাই; এ কারণে উনি বিভিন্ন রোগে ভুগছেন। আল্লাহ যাতে উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা সে দোয়া করি।

মাসুদুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আমরা রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকছি। রাজনৈতিক কার্যক্রম গুলোকে দোয়া মাহফিলে রূপান্তর করেছি। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। 

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুর উদ্দিন আহমেদ, সদস্য শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন,  বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা-কর্মী ও স্থানীয়রা।

সর্বশেষ

জনপ্রিয়