খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা মহানগর বিএনপির উদ্যোগে শহরের আমলাপাড়া ছোট মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সাখাওয়াত হোসেন জানান, “প্রয়োজনে খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। তার বর্তমান অবস্থায় সারা বাংলাদেশের জনগণের দোয়া অত্যন্ত প্রয়োজন। একমাত্র আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীর কাছে আকুল আবেদন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। যেন তিনি সুস্থ হয়ে দেশের, দেশের মানুষের ও রাষ্ট্রের জন্য কাজ করতে পারেন।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও কল্যাণ কামনাও করা হয় মোনাজাতে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ প্রমুখ।





































