০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২২, ৩ ডিসেম্বর ২০২৫

চিহ্নিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিশেষ অভিযানের আহ্বান আল আমিনের

চিহ্নিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিশেষ অভিযানের আহ্বান আল আমিনের

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “চিহ্নিত ফ্যাসিস্ট, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যারা বিগত সময়ে মানুষের ওপর জুলুম চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা জরুরি।”

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আল আমিন বলেন, “নারায়ণগঞ্জে কিছু পরিচিত ফ্যাসিস্ট মুখ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। ৫ আগস্টের পর আমরা সব রাজনৈতিক দল মিলে বারবার অনুরোধ করেছি, জালিমদের বিরুদ্ধে কঠোর অভিযান প্রয়োজন। কিন্তু থানা পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “চিহ্নিত অপরাধী ও যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা না করলে নারায়ণগঞ্জের বর্তমান শান্ত পরিবেশ নষ্ট হবে। নির্বাচনের সময় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়