২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৩, ২৬ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সোনারগাঁ রয়্যাল রিসোর্টে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন, ওয়ালিউর রহমান আপেল, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও আল মুজাহিদ মল্লিক।

দোয়া মাহফিলে সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খতিব, আলেম-ওলামা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। আলেম-ওলামাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়