১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে: মাওলানা জব্বার

কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে: মাওলানা জব্বার

“কুতুবপুরকে নো ম্যানস ল্যান্ডের মতো জায়গায় রাখা যাবে না, কুতুবপুরকে অবশ্যই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে”- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আমি সিটি কর্পোরেশনকে বলতে চাই, কুতুবপুরকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা যাবে না। কুতুবপুরের জনগণও নারায়ণগঞ্জ শহরের নাগরিক, তাদের শহরের সুবিধাবঞ্চিত রাখা অন্যায়। তাই কুতুবপুরকে দ্রুত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “গত ২৪ জুলাইয়ের আন্দোলনে আমরা প্রায় দুই হাজার মানুষ শহীদ ও আহত হয়েছি, অসংখ্য মানুষ অঙ্গহানির শিকার হয়েছেন। সেই ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন সময় এসেছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রায় সব ইসলামী ও দেশপ্রেমিক দলই নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে। কেউ কেউ বলছে এতে খরচ বেশি হবে। আমি বলি, নির্বাচনের ১৫ দিন আগে গণভোট নিলে একই খরচে নির্বাচনের কাজও সম্পন্ন হবে।”

জামায়াত নেতা বলেন, “জুলাই সনদ আগে বাস্তবায়ন করা জরুরি, কারণ এতে প্রমাণ হবে কোনো দল ভোট ডাকাতি বা জোর জবরদখল করে কিনা। সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা গেলে দেশে আর কোনো ফ্যাসিজমের জন্ম হবে না।”

তিনি আরও মন্তব্য করেন, “বাংলাদেশের মানুষ অনেক নির্যাতন ও বঞ্চনা সহ্য করেছে। সুন্দর কথার আড়ালে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ১০০ শতাংশের ওপরে ভোট কাস্টের ইতিহাস আমরা দেখেছি, মানুষ আর এসব চায় না। এখন সময় এসেছে জনতার সরকার প্রতিষ্ঠার, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের।”

সর্বশেষ

জনপ্রিয়