১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না: মাসুদ

নারায়ণগঞ্জে কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না: মাসুদ

বিশ্ব গণতন্ত্র দিবসে গণতন্ত্র রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “গণতন্ত্র কেবল রাজনৈতিক অধিকার নয়, এটি মানুষের জীবনের নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা ও স্বাধীনতার নিশ্চয়তা। অথচ আজ দেশে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। সারা দেশে মব সন্ত্রাস, চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং নৈরাজ্যকর পরিস্থিতির একমাত্র সমাধান নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। গণতন্ত্র মানে শাসন নয়, সেবা। যেখানে সিদ্ধান্তের উৎস জনগণ, আর লক্ষ্য জনগণের কল্যাণ। এই বিশ্বাসকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে পথ দেখিয়েছিলেন, আজ আবার সেই পথেই আমাদের হাঁটতে হবে। বেগম খালেদা জিয়ার অবদান গণতন্ত্রে এবং তারেক রহমানের অবদান ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আজকের প্রজন্মের অনুপ্রেরণা।”

নারায়ণগঞ্জ প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে প্রত্যক্ষ করেছি, ফ্যাসিবাদী শাসন নারায়ণগঞ্জবাসীকে অনিশ্চয়তা ও দুরবস্থার মধ্যে ফেলেছে। বিশ্ব গণতন্ত্র দিবসে আমি শপথ করছি, নারায়ণগঞ্জে আর কোনো ফ্যাসিবাদী শাসন চলবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন, গণতান্ত্রিক এবং উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলব। আসুন, আমরা সবাই মিলেই গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হই। ভোটাধিকার প্রতষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

সর্বশেষ

জনপ্রিয়