২৫ ও ২৬ সেপ্টেম্বর ছাত্র ফেডারেশনের সম্মেলন

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির ৯ম জেলা সম্মেলন আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। সভায় জেলা কমিটি, সম্মেলন প্রস্তুত কমিটি এবং বিভিন্ন শাখা-অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড। একই দিন সম্মেলন অধিবেশন অনুষ্ঠিত হবে। পরের দিন ২৬ সেপ্টেম্বর সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা ছাত্র ফেডারেশনের দীর্ঘদিনের দাবি। সম্মেলনের মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণদের সংগঠিত করে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগোতে চাই।”