১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান সাদেকের

পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান সাদেকের

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কোতালেরবাগ ৫ নাম্বার ওয়ার্ড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক বলেন, আমরা সুন্দর একটি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম। যেখানে মানুষের ভোটের অধিকার, মানুষের বাকস্বাধীনতা, চলাফেলা ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা পেলাম চাঁদাবাজি, মাদক গার্মেন্টস দখল ও তালা খুলে দেওয়ার বাণিজ্য, আমরা এসব চাইনি। 

তিনি আরও বলেন, দলের এই দুঃসময়ে ত্যাগীদের কষ্ট বেশি লাগবে। আর হাইব্রিড যারা তারা দলের মায়া বোঝে না। দলের ভালোমন্দ তারা বুঝতে চায় না। সুতরাং আপনারা প্রতিটি পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। অন্যায়কারী যত বড়োই হোক না কেন দশজনের কাছে সে কিছুই না। 

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপত জিয়াউল হক জিয়ার সাভাপতিত্বে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাছুদুর রহমান মাছুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রুহুল, জিসাস মহানগর সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মামুন, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমার উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল্লাহ সরকার প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়