১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

হলুদ সাংবাদিকতা এখন ডেঙ্গুর মতো: কালাম

হলুদ সাংবাদিকতা এখন ডেঙ্গুর মতো: কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “একটা কথা বিরাজমান, হলুদ সাংবাদিকতা। এই শব্দটা এখন ডেঙ্গুর মতো অবস্থা। এটা আমাদের কাছে দুঃখজনক। যারা সততার সাথে সাংবাকিদতা পেশাকে বেছে নিয়েছেন তাদের জন্য এইটা আরও কষ্টকর। আপনাদের ঘর, আপনাদেরই ঠিক রাখতে হবে। সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত।”

সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দরে একটি কমিউনিটি সেন্টারে বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম।

তিনি বলেন, “সংবাদে বিশেষ বিশ্লেষণ করে প্রকাশ করা ভালো। একটি দুঃসময় আমরা পার হয়ে এসেছি। চার সংবাদপত্র ছাড়া বাকি বিলুপ্ত করা হয়েছিল। এখন সাংবাদিক পেশা মহান হিসেবে ধরে রাখতে হবে। রাজনীতিবিদ সাথে সাংবাদিক সম্পর্ক পারিবারিকভাবে হয়ে যায়। আমাদের কর্মদক্ষতা সাংবাদিকরা লিখনি মাধ্যমে প্রকাশ করেন। সাংবাদিকদের দক্ষতার কারণে আমাদের কাজের গতি বৃদ্ধি পায়।”

বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, “বন্দর প্রেস ক্লাবকে একটি জমি দিতে আমরা সক্ষম হয়েছিলাম। এই কথাটি আজকে আপনারা আজ স্বীকার করলেন। এইটা আমার না, বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। তিনি সুযোগ করে দিয়েছিলেন বলেই আমরা পেরেছি।”

বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

প্রধান আলোচক ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) হারুন অর  রশিদ,  নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বন্দর প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়