সদরে এগ্রিকালচারাল অলিম্পিয়াড ক্যাম্পেইন

কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ ক্যাম্পেইন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আদর্শ বালিকা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে কৃষি বিষয়ক প্রতিযোগিতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং অংশগ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অন্যান্য উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানেও ক্যাম্পেইন চলবে।
অলিম্পিয়াডে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিজয়ীদের জন্য থাকছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর। চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও শিক্ষা সফরের সুযোগ। এছাড়া রানার্স-আপদের জন্যও থাকছে নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফরসহ বিভিন্ন পুরস্কার।