সম্পত্তি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জে সম্পত্তি বিক্রির প্রক্রিয়ায় নগদ ও চেকের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) লিখিত অভিযোগ দিয়েছেন জামান হোসেন জাকি নামে এক ব্যক্তি।
শহরের উত্তর চাষাড়ার বাসিন্দা জামান গত ২৮ আগস্ট পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর অভিযোগটি দেন।
তার ভাষ্য, নারায়ণগঞ্জে থাকা সম্পত্তি বিক্রির জন্য তিনি মো. আরিফ পাঠান ও মো. মাহবুবুল আজিম পাঠানের সঙ্গে সাফ কবলা দলিল করেন। পরে এ চুক্তিতে তিনি সৈয়দ আহাম্মদ সাঈদকেও যুক্ত করেন।
তিনি বলেন, ৫ম তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ায় নিজে সম্পত্তি বিক্রির কাজ করতে সক্ষম ছিলেন না। এই পরিস্থিতিতে সৈয়দ আহাম্মদ সাঈদকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে কোনো টাকা না নিয়ে সম্পত্তি বিক্রি করে প্রাপ্য অর্থ চারজনের মধ্যে সমানভাগে বিতরণ করা হবে।
তবে অভিযোগে বলা হয়েছে, সৈয়দ আহাম্মদ সাঈদ ও ইঞ্জিনিয়ার সিদ্দিক জেলা প্রশাসক ও রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে তিনজনের অনুমতি ছাড়া ৩ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৫৮৮ টাকা চেক ইস্যু করেন। এছাড়া নগদ ৫ লাখ টাকা এবং ১ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্বাক্ষর ও চেক ইস্যু করার সময় অন্যান্য তিনজনকে জানানো হয়নি এবং তথ্য গোপন রাখা হয়েছিল।
জামান হোসেন জানান, ইঞ্জিনিয়ার সিদ্দিক ও জেলা প্রশাসকের মাধ্যমে চুক্তি ও লেনদেন সম্পন্ন হলেও প্রকৃতপক্ষে তাদের বৈধ প্রাপ্য অর্থের অংশ তাদের অগোচরে রাখা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের ভাগের অর্থ যথাযথভাবে বিতরণ করা হয়নি এবং এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি পিবিআই এসপিকে লিখিত অভিযোগে সুষ্ঠু তদন্ত, আত্মসাতকৃত অর্থ ফেরত এবং অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।