না’গঞ্জ চারুকলায় মাস্টার্স প্রোগ্রাম চালুর দাবি, প্রো-ভিসির আশ্বাস

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের গর্ভনিং বডির সভাপতি রেজা আসাদ আল হুদা অনুপম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী মো. সামছুল আলম। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, গর্ভনিং বডির সদস্য ইসরাফিল প্রাং ও মোহাম্মদ জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে রেলওয়ে কলোনীর ছোট ঘর থেকে যাত্রা শুরু হলেও আজ নারায়ণগঞ্জ চারুকলা শিল্পচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে মাস্টার্স প্রোগ্রাম চালু, সেশন জট নিরসন ও আটকে থাকা ফলাফল প্রকাশের দাবি জানান।
অধ্যাপক আজহারুল ইসলাম শেখ বলেন, “ছবি আঁকার জায়গাটি হচ্ছে চিন্তা ও অনুধাবনের। বার্ষিক প্রদর্শনী শিক্ষার্থীদের চিন্তা ও অনুধাবনের জায়গা তৈরি করে। ছবি আঁকার মাধ্যমে সমাজকে বর্ণনা করা যায়, মানুষের চিন্তাকে জাগিয়ে তোলা যায়।”
উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের আন্দোলনকালীন অবদানের কথা উল্লেখ করে বলেন, “চারুকলার শিক্ষার্থীরা তাদের অঙ্কন ও গ্রাফিতির মাধ্যমে আন্দোলনকে বেগবান করেছে। এ অবদান দেশ-জাতি দীর্ঘদিন মনে রাখবে।”
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসন, নতুন সিলেবাস প্রণয়ন ও শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় অন্তর্ভুক্তির পদক্ষেপের কথাও জানান। শিক্ষার্থীদের মাস্টার্স কোর্স চালু, আটকে থাকা ফলাফল প্রকাশসহ বিভিন্ন দাবির বিষয়ে তিনি আশ্বাস দেন।
এ বছর শিক্ষার্থীদের ২২টি শিল্পকর্মকে চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ‘বজলুর রহমান মনোয়ারা ফাউন্ডেশন’, ‘পরম্পরা ১১’ ও ‘আব্দুর রহমান ফাউন্ডেশন’ সাতজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে।
প্রদর্শনীতে ইনস্টিটিউটের ৫৪ জন শিল্পীর প্রায় ৬০০ শিল্পকর্মের মধ্য থেকে নির্বাচিত ১৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।