সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি নেতা সানির শোক

একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
রোববার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, “দেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের ইহকাল ত্যাগে সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের কিংবদন্তিতুল্য লালনগীতি শিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন বাউল গানের মূর্ছনায় সঙ্গীতপ্রিয় মানুষদের আপ্লুত করেছেন। তাঁর কণ্ঠে গাওয়া গানগুলি সঙ্গীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালবাসা লাভ করেছেন। তাঁর মৃত্যুতে লোকসঙ্গীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শুন্যতার সৃষ্টি হলো।"
শোকবার্তায় ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এ বিএনপি নেতা।