কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিনুল ইসলাম মতিন এবং প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ বাহাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল বাবু, গোলাম রসুল জুয়েল, মাজহারুল ইসলাম সজীব, মোঃ শিপলু, মোঃ আজমত, মুরাদ হোসেন, ইমাম হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিঃসন্দেহে মেধাবী। ভবিষ্যতে দেশ পরিচালনায় তাদেরই ভূমিকা রাখতে হবে। এই প্রতিযোগিতা শুধু পুরস্কার নয়, বরং একটি প্রেরণা – যাতে তারা মেধার প্রতিযোগিতায় আরো এগিয়ে যেতে পারে।”
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় মোট ১৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৪ জন, প্রথম গ্রেডে ৩৪ জন, দ্বিতীয় গ্রেডে ৬৫ জন এবং সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের মূল সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ অংশগ্রহণকারী সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আগামী বছর বৃত্তির পরিমাণ এবং পরিধি আরও বৃদ্ধি পাবে। সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”