১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে ডিসি

বন্দরে ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে ডিসি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় মন্দিরে যান তিনি।

পরে সেখানে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরিকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বন্দর থানা, বন্দর উপজেলা পরিষদ, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, কুড়িপাড়া ভূমি অফিসও পরিদর্শন করেন।

সর্বশেষ

জনপ্রিয়