অসুস্থ ‘প্রেস নারায়ণগঞ্জ’ সম্পাদকের খোঁজ নিলেন জামায়াত আমীর

নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র সম্পাদক মো. ফখরুল ইসলামের খবর নিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ফখরুল ইসলাম শহরের চাষাঢ়ায় অবস্থিত বেসরকারি হাসপাতাল সিটি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফখরুলের খোঁজ নিতে ওই হাসপাতালে যান জামায়াত নেতা আব্দুল জব্বার।
এ সময় মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন ও আরও কয়েকজন জামায়াত নেতা।
হাসপাতালের শয্যাপাশে ফখরুল ইসলামের সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন জামায়াত নেতারা।