ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক রুমিকে দেখতে গেলেন অ্যাড. টিপু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত দৈনিক খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এস এম ইকবাল রুমিকে দেখতে গিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (২২ আগস্ট) রাতে তিনি ইকবাল রুমির নিজ বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় এড. টিপু সাংবাদিক ইকবাল রুমির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা অসুস্থ হলে সমাজের সত্য প্রকাশ ব্যাহত হয়। আমরা ইকবাল রুমির আশু রোগমুক্তি কামনা করি।”
অ্যাড. টিপু আরও বলেন, “বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।”
উল্লেখ্য, সাংবাদিক এস এম ইকবাল রুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং বিশ্রামে রয়েছেন।