খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের আলোচনা সভা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের আয়োজনের মধ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বাদ আছর ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোতালের বাগ এলাকায় এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা আলী আহমেদ সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথি সাদেকুর রহমান সাদেক বলেন, “আজ আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্মদিনে আমরা তার জন্য মনখুলে দোয়া করবো, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন।”
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ইসমাইল খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুর রহমান পিয়েল, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ মামুন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ আলী, লিটন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, যুবদল নেতা সাকিব, বাবু ও দুলাল প্রমুখ।