মাইলস্টোনের ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণ দাবি ছাত্র ফেডারেশনের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও হতাহত পরিবারগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নারায়ণঞ্জ শহরের চাষাঢ়ায় এক মানববন্ধনে এ দাবি জানান ছাত্র সংগঠনটির নেতারা। মাইলস্টোন কলেজে হতাহতের পূর্ণাঙ্গ ও স্পষ্ট তালিকা প্রকাশেরও দাবি জানান তারা।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে দাঁড়ান ছাত্র ফেডারেশনের জেলা কমিটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, জেলা কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস নিশা, নারায়ণগঞ্জ কলেজের যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়, সদস্য তাহমিদ আনোয়ার, সদস্য শেখ সাদি প্রমুখ।
সংগঠনের নেতারা বলেন, যে বিমান বাহিনী মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, তাদেরই অসাবধানতার কারণে শতাধিক শিক্ষার্থী হতাহত হয়েছে। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও হতাহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
সৃজয় সাহা বলেন, লাশ নিয়ে আবার রাজনীতি চলছে। এই রাজনীতি বন্ধ করে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে হবে।
বিগত সময়ে তাজরিন গার্মেন্টস ও রানা প্লাজা ট্র্যাজেডির কথা স্মরণ করিয়ে মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, “এই ঘটনার সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। কোনো তথ্য গোপণ করা যাবে না। পুরোনো ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মতো তথ্য গোপন করা যাবে না। কেননা আমরা শুনছি, গণমাধ্যমে হতাহতের সঠিক তথ্য প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।”
জনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে যুদ্ধবিমান প্রশিক্ষণের যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন এ ছাত্রনেতা।