স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে: মঈনুদ্দিন

নারায়ণগঞ্জ-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “যদি কুরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে দেশে আর কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি ও লুণ্ঠন থাকবে না।”
তিনি বলেন, “দেশ থেকে স্বৈরাচারীরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন জরুরি।”
বুধবার (৯ জুলাই) বাদ আসর ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ এলাকায় আয়োজিত এক গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ১১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— থানা সেক্রেটারি আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি রুহুল আমীন, ৯ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম মিয়া, এম সার্কাস-পানিরকল ইউনিটের মো. শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের গাজী আবু সাঈদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।