০৯ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ৮ জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে: টিপু

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে গণতন্ত্র হত্যা করেছেন, ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছেন এবং বিরোধীদের ওপর ইস্টিম রোলার চালিয়েছেন। এমনকি প্রতিবাদ করলে রাতের আঁধারে গ্রেফতার করে নির্যাতন করা হতো।”

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মদনপুরের কেওঢালায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ও বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দল সুসংগঠিত হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আন্দোলন একদফায় রূপান্তরিত হয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে। ডিবি হারুন ৬ ছাত্রনেতাকে গ্রেফতার করলে আন্দোলন স্তিমিত হওয়ার উপক্রম হয়, কিন্তু তারেক রহমান তখনই বাকি ৬৫ জন নেতার সঙ্গে যোগাযোগ করে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।”

টিপু বলেন, “আমরা বাকস্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফেরত চাই। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কিন্তু তারা সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। জনগণকে আর আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন। সঞ্চালনায় ছিলেন মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।

প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, বিএনপি নেতা আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, আবু হানিফ এবং বন্দর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আনন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়