০৯ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৭, ৮ জুলাই ২০২৫

মানুষের ভালোবাসা অর্জনের রাজনীতি করতে হবে: মামুন মাহমুদ

মানুষের ভালোবাসা অর্জনের রাজনীতি করতে হবে: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। বিএনপির রাজনীতি জনগণের অধিকার আদায়ের রাজনীতি। এই রাজনীতিতে কোনো ফ্যাসিবাদী কিংবা আওয়ামী দোসরের ঠাঁই নেই।”

তিনি বলেন, “যেভাবে স্বৈরাচার হাসিনা সরকারকে পতনের পথে ঠেলে দেওয়া হয়েছে, এখন ঠিক সেভাবেই ঐক্যবদ্ধ থেকে মানুষের সেবা করতে হবে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই আমাদের রাজনীতি করতে হবে। অতীতেও আমরা জনগণের পাশে ছিলাম, আগামীতেও থাকব।”

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ফতুল্লার দেলপাড়াস্থ মিরকুঞ্জ কমিউনিটি সেন্টারে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বিএনপির নেতাকর্মীরা বিগত ১৫ বছর ধরে নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থেকেছে। আমরা সেই পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই আগামীর পথ চলতে চাই। বিএনপিতে কোনো ফ্যাসিবাদী বা আওয়ামী লীগের দোসরের ঠাঁই হবে না। তারেক রহমানের নির্দেশ রয়েছে— যাচাই-বাছাই করে নতুন সদস্য সংগ্রহ করতে হবে।”

তিনি আরও বলেন, “অনেক নতুন তরুণ ভোটার রয়েছেন। তাদের সদস্য করতে হবে। তরুণরা বিএনপির সদস্য হওয়ার জন্য উদ্‌গ্রীব। তরুণদের জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, তাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তারাই হবে নেতৃত্বের মূল শক্তি।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামের সময় আমি জেলা বিএনপির দায়িত্বে না থাকলেও সব জায়গার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। কারা দায়িত্বে ছিল এবং কে কী করেছে, সেটা আন্দোলনের রাজপথেই প্রমাণ রয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তে আমি জেলা বিএনপির দায়িত্বে এসেছি। আমি চাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। ঐক্যের কোনো বিকল্প নেই। যারা এখনও বিভ্রান্তির মধ্যে আছেন, সময় আছে— শহিদুল ইসলাম টিটু ও অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। এই নেতৃত্বই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পতাকার প্রতিনিধিত্ব করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
বিশেষ বক্তা ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহম্মেদ।

সর্বশেষ

জনপ্রিয়