১০ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৮, ৯ জুলাই ২০২৫

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচরুখী গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, “রাত ৩টার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত পুলিশ পরিচয়ে আমাদের বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই আমার স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুল সহ সবাইকে গেঞ্জি ও গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৩২ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ৬০ হাজার টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”

তিনি জানান, ডাকাতদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। মুখ কাপড়ে বাঁধা ছিল এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলছিল।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।”

সর্বশেষ

জনপ্রিয়