১০ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ৯ জুলাই ২০২৫

বিসিক চেয়ারম্যানের সঙ্গে হোসিয়ারি সমিতির মতবিনিময়

বিসিক চেয়ারম্যানের সঙ্গে হোসিয়ারি সমিতির মতবিনিময়

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেছেন, “বিসিকের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে। জমির মূল্য পরিশোধ কীভাবে সম্ভব, তা আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। এখনই সব সমস্যার সমাধান সম্ভব নয়।”

বুধবার (৯ জুলাই) বিসিক চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু'র নেতৃত্বে পরিচালকদের একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শুরুতে হোসিয়ারি সমিতির পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, “বিসিক হোসিয়ারি শিল্প নগরী প্রকল্পের আওতায় আমাদের ১১ শতাংশ জমি রয়েছে। আমরা চাই, আপনার দায়িত্বকালেই এই জমিটির পুরনো মূল্য নির্ধারণ করে দেওয়া হোক যাতে আমরা দ্রুত পরিশোধ করতে পারি। বিসিক হচ্ছে সবচেয়ে লাভজনক এলাকা, তাই আপনাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”

এর জবাবে বিসিক চেয়ারম্যান বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো। জমির দামের বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে পর্যালোচনা করে কী করা যায়, সে বিষয়ে আপনাদের জানানো হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো. আব্দুল হাই, মিজানুর রহমান, মনির হোসেন, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, দুল্লাল মল্লিক, মো. মাসুদুর রহমান, সাইফুল ইসলাম হিরু, মো. নাছির শেখ, আব্দুস সোবহান, বিল্লাল হোসেন ও নাছিম আহম্মেদ।

সর্বশেষ

জনপ্রিয়