সোনারগাঁয়ে নবজাতক শিশুকে গাছ উপহার দিলেন ইউএনও

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবজাতক শিশুর আগমনে তাকে গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে পৌর ভবনাথপুর এলাকায় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর পান ইউএনও ফারজানা রহমান। এরপর তিনি নবজাতকের বাড়িতে গিয়ে শিশুটিকে একটি চারাগাছ ও মিষ্টি উপহার দেন এবং বাড়ির আঙিনায় নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন।
নবজাতক আরাফাত ও তার মা মিতু আক্তারকে শুভেচ্ছা জানান ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেলের সেগুফতা মেহেনাজ এবং পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
ইউএনও ফারজানা রহমান বলেন, “আজ থেকে আমরা কাজটি শুরু করেছি। এতে শিশুর মা-বাবা দিনটি স্মরণীয় করে রাখবেন। সেই সঙ্গে শিশুর যত্নের পাশাপাশি গাছটিরও পরিচর্যা করবেন। এই গাছ ভবিষ্যতে তাদের সম্পদ হয়ে উঠবে।”
তিনি আরও জানান, “আমাদের জেলা প্রশাসক স্যারের ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ নামে একটি কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় এক লক্ষ গাছ লাগানো হচ্ছে, যা আগামী ১০ জুলাই সমাপ্ত হবে। ডিসি স্যার চান, নারায়ণগঞ্জে যেন সবুজ বিপ্লব ঘটে। কারণ নারায়ণগঞ্জ এখন একটি ইন্ডাস্ট্রিয়াল জেলা হলেও এখানে প্রাণ নেই। সেই প্রাণের সঞ্চালন ঘটাতেই স্যারের এই উদ্যোগ।”
আরও বলেন, “কিছুদিন আগে এক দম্পতিকে দেখি তাদের সন্তানের জন্মদিনে কেক কাটার বদলে গাছ রোপণ করছেন। বিষয়টি ডিসি স্যারের মনে দাগ কেটেছিল। তিনি সেই পরিবারকে ডেকে এনে শিশুটির জন্মদিন উদযাপন করেন এবং গাছ উপহার দেন। ঘটনাটি আমার মনেও গভীর দাগ কাটে। তখনই ভাবি, সোনারগাঁয়ে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য এমন সবুজ শুভেচ্ছা থাকুক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে এটাই আমাদের ক্ষুদ্র প্রয়াস।”