১০ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০২, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৯:০৫, ৯ জুলাই ২০২৫

সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুতা কারখানার শ্রমিক সজল মিয়া হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর  করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জাকির। 

আসামির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি বলেন, তারা উচ্চ আদালতে যাবেন।

মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হন সজল মিয়া। ২০ বছর বয়সী এ তরুণ স্থানীয় একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন। ওই সময় সজল মিয়ার পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে মরদেহ দ্রুত গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সজলের মৃত্যুর ১০ মাস পর চলতি বছরের ১৬ মে তার মা রুনা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগের ৬২ নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলায় আসামির তালিকায় সাবেক নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীও আসামি।

গত বছর ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে।

দুʼটি হত্যা মামলায় আইভীকে দুই দফায় ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আরেকটি হত্যা মামলায় গত ৭ জুলাই আইভীকে আরও ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়