১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ২১ জুন ২০২৫

জেলা টিইউসি’র কাউন্সিলে হাফিজ সভাপতি, ইকবাল সাধারণ সম্পাদক

জেলা টিইউসি’র কাউন্সিলে হাফিজ সভাপতি, ইকবাল সাধারণ সম্পাদক

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলার ৬ষ্ঠ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত বিবি রোডের সিটি দোয়েল প্লাজার ৫ম তলায় টিইউসি’র জেলা কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাফিজুল ইসলামকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মন্টু ঘোষ, আঃ হাই শরীফ, বিমল কান্তি দাস, দুলাল সাহা, এম এ শাহীন, তপন কুমার রায়, আব্দুস সালাম বাবুল, দিলীপ কুমার দাস, নুরুল ইসলাম, শফিউল্লাহ শেখ, শাজাহান, সোবহান, মোতালেব হোসেন, মোফাজ্জল হোসেন, আলমগীর হোসেন, আবুল, শিমুল দাস, কিশোর লাল, ছালাম, নুর ইসলাম, বাদশা, দীন-দুনিয়া, আঃ সালাম, শফিকুল ইসলাম, মোক্তার, বাশার।

কমিটির ৩টি সদস্য পদ বর্তমানে শূন্য রয়েছে। নবনির্বাচিত কমিটি অল্প সময়ের মধ্যে মিটিং করে সম্পাদকমণ্ডলীর দায়িত্ব বণ্টন করবে।

কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিইউসি’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “দেশের শ্রমজীবী মানুষ এখনো সামাজিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত। শ্রমের ন্যায্য মূল্য নেই, চাকরির নিরাপত্তা নেই, নারী-পুরুষের সমকাজে সমমজুরি এখনো নিশ্চিত হয়নি।”

তিনি আরও বলেন, “ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমজীবী মানুষ মানবেতর জীবনযাপন করছে। এটা চলতে পারে না।”

কাজী রুহুল আমিন তার বক্তব্যে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, স্থায়ী মজুরি কমিশন গঠন, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন ও বাস্তবায়ন, রেশনিং, বাসস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাঁটাই-নির্যাতন বন্ধ ও নারী-পুরুষ শ্রমিকের সমমজুরি বাস্তবায়নের দাবি তুলে ধরেন। একইসঙ্গে তিনি বেসিক ইউনিয়নভিত্তিক, সেক্টরভিত্তিক ও অঞ্চলভিত্তিক বৃহত্তর ঐক্য গড়ে তুলে শ্রমিকদের দাবি আদায়ের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়