১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ৪ জুন ২০২৫

এনসিপি নেতাকে হত্যা ও লাশ গুমের হুমকি, ফতুল্লায় জিডি

এনসিপি নেতাকে হত্যা ও লাশ গুমের হুমকি, ফতুল্লায় জিডি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সদ্য ঘোষিত সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলামকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা—এমন অভিযোগে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বুধবার (৪ জুন) তিনি অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে এ জিডি দায়ের করেন। আমিনুল ইসলাম সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

জিডিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকা একটি অজ্ঞাত গোষ্ঠী তাকে এবং তার পরিবারকে টার্গেট করে ক্ষতির চেষ্টা চালাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ৪ জুন ভোর ৫টার দিকে অজ্ঞাত ৪-৫ জন অস্ত্রসহ তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিলে তারা হুমকি দেয়—“যেকোনো সময় আরও লোকজন নিয়ে এসে তাকে ও তার পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।”

ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”

এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন বলেন, “এই জঘন্য ঘটনায় আমরা স্তম্ভিত। ফতুল্লা থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং প্রশাসনকে অবগত করা হয়েছে। আমরা অবিলম্বে কার্যকর ব্যবস্থা দেখতে চাই।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের ওপর হামলা করে কেউ ছাড় পাবে না। যদি প্রশাসন এ ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা করে, তাহলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা রাজপথ বেছে নিতে বাধ্য হবে।”

সর্বশেষ

জনপ্রিয়