জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন: সাখাওয়াত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা ও বন্দর থানার ১৭টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়নে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ৯টায় সদর থানার ১৮ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকা থেকে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়ে শেষ হয় বন্দরের ১৯ নম্বর ওয়ার্ড মাহমুদ নগরে। মহানগর বিএনপির তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে পৃথকভাবে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আজ আমরা শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতিকে স্মরণ করছি। এই দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে—জিয়াউর রহমানের সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করা। তিনি দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন, আমরা সেই পথেই চলতে চাই।”
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এ দেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই।”
প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং স্থানীয়ভাবে দোয়া ও খাবার বিতরণ করেন। আয়োজনের সার্বিক সমন্বয়ে ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।





































