১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ১০ মে ২০২৫

সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জের গৌরব ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

নারায়ণগঞ্জের গৌরব ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

নারায়ণগঞ্জের জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, শুধু গ্রীন করলে হবেনা ক্লিনও করতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (১০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ব্রিটিশ আমলে এই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। কিন্তু গত ১৬ বছরের দুঃশাসনের ফলে এই শহরকে গডফাদারের শহর হিসেবে পরিচিত করা হয়েছে। নারায়ণগঞ্জের কথা উঠলেই এখন মানুষের মনে অপরাধ, অনিয়ম ও বিশৃঙ্খলার চিত্র ভেসে ওঠে। এখন সময় এসেছে সেই অবস্থান থেকে শহরটিকে ফিরিয়ে আনার।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক যে স্লোগান দিয়েছেন “নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা” — এটাই এখন নারায়ণগঞ্জবাসীর লক্ষ্য হওয়া উচিত। একসময় নারায়ণগঞ্জ বিশ্বসেরা শহর ছিল। সেই গৌরব ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ যে গাছগুলো রোপণ করা হলো, সেগুলো যেন বড় হতে পারে এবং আমাদের অক্সিজেন দিতে পারে, সেজন্য নারায়ণগঞ্জবাসীকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি শহরের জলাশয়গুলো ভরাট হয়ে যাচ্ছে। শুধু সবুজায়ন করলেই হবে না, শহরটিকে পরিষ্কারও করতে হবে। পরিবেশ রক্ষায় যতটুকু যা করা দরকার, তা এখনই করতে হবে।’

পুলিশের প্রশংসা করে সাখাওয়াত বলেন, ‘বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে একটি গ্রেপ্তারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন তা সুচারুভাবে নিয়ন্ত্রণ করেছে। এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. ‍নূর কুতুবুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম।

সর্বশেষ

জনপ্রিয়