১০ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ৯ মে ২০২৫

আওয়ামী লীগ এখন অপরাধীচক্র, রাজনীতি করার অধিকার নেই: মাসুম বিল্লাহ

আওয়ামী লীগ এখন অপরাধীচক্র, রাজনীতি করার অধিকার নেই: মাসুম বিল্লাহ

আওয়ামী লীগকে অপরাধীচক্র আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ । শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় ২৭ নম্বর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বন্দর উত্তর থানা সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন ও বন্দর দক্ষিণ থানা সভাপতি আলহাজ্ব আবুল হাসান।

বক্তব্যে ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি বলেন, “গত জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে আওয়ামী লীগের অপরাধের মাত্রা এমন ভয়াবহ হয়েছে যে, তাদের আর রাজনৈতিক দল বলা যায় না। এরা এখন অপরাধীচক্র। এদের রাজনীতি করতে দেয়ার মানে অপরাধীদের আরেকটি সুযোগ দেয়া।”

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “কুরআন-হাদীস ও এদেশের হাজার বছরের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এই প্রস্তাব। যৌনকর্মে নিপীড়িত নারীদের রক্ষার বদলে তাদের ওপর চালানো নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কমিশন বাতিল করতেই হবে।”

পরিশেষে, ২৭ নম্বর ওয়ার্ডের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. ফয়সাল মাহমুদ, সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মামুনুর রশিদ মনোনীত হন।

সর্বশেষ

জনপ্রিয়