ইসলামী আন্দোলন বাংলাদেশ হঠাৎ ভেসে আসা দল নয়: দ্বীন ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশ কাটিয়ে কোনো জাতীয় বা স্থানীয় সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।
রোববার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির।
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কচুরিপানা নয় যে হঠাৎ ভেসে আসছে। এটি দীর্ঘদিন ধরে তৃণমূল থেকে গড়ে ওঠা একটি জনভিত্তিক রাজনৈতিক সংগঠন, যেটি আজ দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই এই সংগঠনকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।
নারীর অধিকারের বিষয়ে বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, “নারীর প্রকৃত অধিকার ইসলামই দিয়েছে। অথচ বর্তমানে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।





































