১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ১ মে ২০২৫

আপডেট: ২১:২০, ১ মে ২০২৫

মে দিবসে ভ্যান চালক-মালিকদের সংহতির মিছিল ও সমাবেশ

মে দিবসে ভ্যান চালক-মালিকদের সংহতির মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে মে দিবস উপলক্ষে ব্যাটারি চালিত ভ্যান চালক-মালিকদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ব্যাটারি চালিত ভ্যান চালক-মালিক সংহতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, ছাত্র ফেডারেশন জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

বক্তারা বলেন, মালিকদের অনেক সংগঠন থাকলেও শ্রমিকদের সংগঠন দুর্বল, ফলে তারা নানা রকম সিন্ডিকেট ও চক্রের মাধ্যমে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে এবং শোষণ করছে। শ্রমিকদের মধ্যে শিক্ষার অভাব ও পারস্পরিক বিভেদ থাকায় ঐক্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। এই দুর্বলতা কাজে লাগিয়ে মালিকপক্ষ শ্রমিকদের ঐক্য ভেঙে দেয়। বক্তারা বলেন, “নারায়ণগঞ্জের শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই শহর তথা দেশও পরিবর্তন হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন—নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসাইন, সংগঠক মো. মোবাশ্বির হোসেন।

ভ্যান চালক-মালিক সংহতির নেতৃত্বে ছিলেন—মো. শরীফ, মো. তালেব, মো. নেসার, মো. খোকন, মো. রফিকুল, আব্দুল করিম, মো. ফরিদ, মো. রানা, মো. আবসার, মো. জহির প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়