১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২০:৫০, ৯ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৮:৫৩, ১০ জানুয়ারি ২০১৮

শামীম ওসমানকে নির্বাচনে মনোযোগী হতে বললেন আইভী

শামীম ওসমানকে নির্বাচনে মনোযোগী হতে বললেন আইভী

প্রেস নারায়ণগঞ্জ ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা হকার মুক্ত ফুটপাত চাই। আমরা চাই, এই শহরে মানুষ হাটাহাটি করুক। আমরা ৪ হাজার হকারের কাছে জিম্মি হতে চাই না। আমাদের হিসেব মতে নারায়ণগঞ্জে ৬০০ হকার। কিন্তু তাদের হিসেবে নারায়ণগঞ্জে ৪ হাজার হকার আর মাননীয় এমপি শামীম ওসমানের বক্তব্য অনুসারে ১০ হাজার হকার। আমি জানি না, উনি কোথা থেকে ১০ হাজার হকার পেয়েছেন? এবং উনি বলেছেন আমি হকারদের পেটে লাথি মেরেছি। আমি হকারের পেটে লাথি মারি নি।

বাংলাদেশের মধ্যে আমি আইভী প্রথম, যে হকার্স মাকের্ট করে দিয়েছিলাম, জেলা প্রশাসন-পুলিশ প্রশাসন-আর্মির সহযোগিতায়। প্রতি হকার ৬ থেকে ৭ লাখ টাকায় দোকান বিক্রি করে রাস্তায় চলে এসেছে। আমরা সে হকারদের পুর্নবাসন করতে চাই না। আমার ফুটপাত দিয়ে আমার জনগণ হাটবে, এটাই আমি চাই। আর যিনি বলেন, আমি হকারদের লাথি মেরেছি, গরীব মানুষের রাজনীতি উনি করেন, তাকে আমি অনুরোধ করবো যে ২৫ কোটি টাকা খরচ করে সন্তানের বিয়ে দিতে পারেন, সে এরকম দু-চার-দশটা হকার্স মাকের্ট করে দিতে পারেন।

রাজউকের জায়গা বিক্রি না করে, সেখানে হকার মাকের্ট করে দিন। এ রাজউকের জায়গার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং আমার দুই কাউন্সিলরসহ সকল কাউন্সিলর, এই শহরের মানুষ, নাগরিক কমিটি, সাংস্কৃতিক জোট, রফিউর রাব্বি, এবি সিদ্দিক, আব্দুর রহমানসহ ওই সময়ের সকল সাংবাদিক ভাইয়েরা আমরা শহীদ মিনারে দিনের পর দিন অনুষ্ঠান করেছি। ড. কামাল হোসেন এসেছেন, বড় বড় নেতারা এসে আমাদের পাশে দাড়িয়েছেন। রাজউকের সেই বাক্স আমরা হাইজ্যাক করেছি। এমনকি নারায়ণগঞ্জ থেকে গিয়ে রাজউক ঘেরাও করেছি। তারপর আমরা সেই জায়গা রক্ষা করেছি। কিন্তু কি কারণে জনপ্রতিনিধি দুই জন রাজউককে সহযোগিতা করে সেই জায়গা বিক্রি করতে চাচ্ছে?

প্রিয় প্রধানমন্ত্রী আমাকে বলেছে, রাজউকের এই জায়গা বিক্রি করা যাবে না। এবং আমাদের সাধারণ সম্পাদক যোগাযোগমন্ত্রীকে বলেছেন, এই জায়গা যেন বিক্রি না হয়। জনগণের জন্য ব্যবহার করতে হবে। আমরা এই জায়গা বিক্রি করতে দেবো না। আমি অনুরোধ করবো, সেই সংসদ সদস্যকে যিনি গরীবের জন্য রাজনীতি করেন, লাখ-লাখ টাকা পাচার করে দুবাইতে ব্যবসা করে। এ শহরের মানুষকে যারা শুষে খায়, কোটি কোটি টাকা পাচার করে মায়াকান্না দেখান। আপনি এই জায়গার মধ্যে হকারদের জন্য মাকের্ট করে দিন। আপনি যদি এই জায়গা বিক্রি করতে চান, তবে আমি আপনাকে হুশিয়ারী দিয়ে বলছি, জায়গা তো বিক্রি করতে পারবেনই না। এই শহরের মানুষ যে সিদ্ধান্ত নিবে আমি তাদের পাশে দাড়িয়েই সেই সিদ্ধান্ত নিবো। উল্টা-পাল্টা কথা না বলে, সামনে আপনের নির্বাচন, নির্বাচনের জন্য কাজ করেন। জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করেন,আমি আপনাকে সহযোগিতা করবো। জায়গা-জমি নিয়ে যদি উল্টা-পাল্টা কথা বলেন,তাহলে আমি রাস্তায় নামতে বাধ্য হবো। ২০১৩ তে ত্বকী হত্যার বিচারের দাবিতে যেমন আমি রাস্তায় নেমেছি, তেমনি আবার আমি রাস্তায় নামবো। সুতরাং উল্টা-পাল্টা কথা না বলে আপনি আপনার মতো কাজ করুন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকাতে রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মাণাধীন লেকে উন্মুক্ত মঞ্চে দায়িত্ব গ্রহনের এক বছর পূর্তিতে আয়োজিত ‘জনতার মুখোমুখি মেয়র’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়