০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০২, ৩ জানুয়ারি ২০২৬

সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জ কার্যকরী কমিটির উদ্যোগে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব চাষাঢ়া বালুরমাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক দীল মোহাম্মদ দীলু এবং গাজী মো. শাহ আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রায় শতাধিক দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোস্তাফা, ইকবাল সোবহান, মো. রাজিব, অহিদুল রহমান আরিফ, মো. হায়াত আলী শেখ, মো. নুর উদ্দিন সাগর, এ. আর. মিলন প্রধান, হাবিবুর রহমান রিপন, রতন হোসেন সাদ, আবুল হোসেন, জাহাঙ্গীর টিপু ও মো. জাহিদ হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়