০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৪, ৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ‘নির্ভীক’র নাগরিক শোকসভা

খালেদা জিয়ার স্মরণে ‘নির্ভীক’র নাগরিক শোকসভা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পরিবেশবাদী নাগরিক সংগঠন “নির্ভীক”র উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অনন্য ও অবিসংবাদিত। তিনি এখন আর কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন, বরং ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ উপমহাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মানুষ বেগম খালেদা জিয়াকে স্মরণ করবে।”

তারা আরও বলেন, “আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার কারণেই আজ জাতি ঐক্যবদ্ধ। তিনি জাতিকে শিখিয়ে গেছেন, কীভাবে পৃথিবীর কোনো অপশক্তির সঙ্গে আপস না করে মাথা উঁচু করে বাঁচতে হয়। তাঁর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে, তিনি প্রকৃত অর্থেই দেশনেত্রী হয়ে উঠেছিলেন।”

শোকসভায় সভাপতিত্ব করেন নির্ভীক’র প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

শোকসভায় বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক মো. রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবজাল হোসেন পন্টি, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা খেলাঘর সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক দীপু, সুজন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রীনা আহমেদ, প্রবীণ সাংবাদিক অহিদুল হক খান, জেলা বাপা সদস্য পপি রানী সরকার ও
জেলা মহিলা পরিষদের অর্থ সম্পাদক শীলা সরকার। শোকসভা সঞ্চালনা করেন নির্ভীক মহানগর সংগঠক মাকিদ মোস্তাকিম শিপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক ইসমাইল মিঞা, নির্ভীক সদর উপজেলা সংগঠক শাহরিয়ার চৌধুরী ইমন, সংগঠক শেখ সুজন, হুমায়ুন আহমেদ, সমশের আলী, মতি মিয়া, নাভিদ রায়হান তনয়, তাইফুর নাবিন, নাহিন মোজতবা সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোকসভা পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়