ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার কমিটি গঠন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৩ আগস্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) তৎকালীন কলুষিত ছাত্র রাজনীতির বিপরীতে ন্যায়, ইনসাফ ও মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর আদর্শে আদর্শিত ছাত্রসমাজ গঠনের লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করেন।”
তিনি আরও বলেন, “এই আদর্শের ধারাবাহিকতায় আমাদের সবাইকে ন্যায়, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়ার শপথ নিতে হবে।”
আলোচনা শেষে ২০২৬ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়।
নবগঠিত কমিটিতে রয়েছেন সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি সাঈদ মাহমুদ সোহাগ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মাসুম বিল্লাহ, দাওয়াহ সম্পাদক রমজান আলী, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক শাহ আব্দুল আজিজ, প্রকাশনা ও দফতর সম্পাদক মিরাজ হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মিরাজ মোর্শেদ, কওমী মাদরাসা সম্পাদক ইয়াছিন আরাফাত, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুর রহমান রাসেল, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান সজীব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইমরান।





































