খালেদা জিয়া ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যানের প্রয়াত চালক ও মহাজনদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মোড়ে রাজিব-নয়ন বন্ধুমহল ও শ্রমিকদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য রাজিব আহমেদ রাজিব ও মো. নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহম্মেদ শহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবদল নেতা সিকদার বাপ্পি চিশতী ও খোরশেদ আলম রানা।
প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহম্মেদ শহিদ বলেন, “শ্রমিকদের স্বার্থ রক্ষায় যদি আমাদের কোনো ভুল-ত্রুটি থাকে, তাহলে আপনারা তা আমাদের জানাবেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সংশোধনের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “ট্রাকস্ট্যান্ডের উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইউনিয়ন সবসময় শ্রমিকদের পাশে থাকবে।”
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য রাজিব আহমেদ রাজিব বলেন, “নিতাইগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা। প্রতিদিন এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লোড-আনলোড করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও আমাদের চালক ভাইয়েরা এই এলাকায় আসেন। কিন্তু দুঃখজনকভাবে এই জায়গাটি বর্তমানে কারও জন্যই নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ী ও চালক ভাইয়েরা অভিযোগ করছেন- তারা চুরি, ছিনতাই ও মাদক কারবারিদের শিকার হচ্ছেন। প্রকাশ্যে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, যা এই এলাকার নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে।”
রাজিব আহমেদ রাজিব বলেন, “আমরা এসব অপরাধের পেছনে থাকা গডফাদারদের স্পষ্টভাবে বলে দিতে চাই— নিতাইগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা, এখানে অপরাধের কোনো জায়গা নেই। অবিলম্বে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। অন্যথায় কাউকেই ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যানের প্রয়াত চালক ও মহাজনদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় সদর থানা বিএনপির সহসভাপতি ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য লুৎফর রহমান মন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মামুন গাজী, মো. বশির, মো. মোকছেদ, মো. সুমন, মো. রতন, মো. কাজল, মো. হাসান, মো. রিপন মিয়াসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।





































