২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৫

মায়ের গয়না বিক্রি করে কেনা শখের বাইকে দুর্বৃত্তদের আগুন

মায়ের গয়না বিক্রি করে কেনা শখের বাইকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শত্রুতার জেরে একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার কুতুবপুর প্রাইমারি স্কুলের সামনে পার্কিং করে রাখা সুজুকি জিক্সার এসএফ-২৫ মডেলের একটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. জয় (২৯) জানান, শখ পূরণের জন্য প্রায় দেড় বছরের বেশি সময় ধরে জমানো টাকা এবং মায়ের গয়না বিক্রি করে তিনি ৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি কিনেছিলেন। মাত্র ২৯ দিনের মাথায় রাতের আঁধারে তার সেই শখের বাইকটি পুড়িয়ে দেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয় কুতুবপুর প্রাইমারি স্কুলের সামনে মোটরসাইকেলটি পার্কিং করে বাড়িতে যান। মধ্যরাতে কে বা কারা এসে বাইকটিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। পরে এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়ে জয় ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মোটরসাইকেল দাউ দাউ করে জ্বলছে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভালেও মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় বুধবার (২৪ ডিসেম্বর) জয় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানান।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়