বন্দরে নিহত শিশু আলিফার পরিবারের পাশে মুফতি মাসুম বিল্লাহ
নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১) হত্যাকাণ্ডের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নিহতের পরিবারের খোঁজ নিতে ছুটে যান।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিহত আলিফার বাসায় গিয়ে বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সান্ত¡না জানান।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এ ছোট্ট শিশু আলিফাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা একটি চরম পৈশাচিক ঘটনা। পূর্বের সুষ্ঠু বিচার না হওয়ায় সমাজে এ ধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে।”
তিনি পুলিশের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মুহাম্মদ আবুল হাশেম, সেক্রেটারি আব্দুল হক, রফিকুল ইসলাম ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।





































